ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বুধবার ২ দিনের সফরে রংপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৬, অক্টোবর ২, ২০১৯
বুধবার ২ দিনের সফরে রংপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের দু’দিনের সফরে বুধবার (২ অক্টোবর) রংপুর যাচ্ছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে লালমনিরহাট নদী ভাঙন বিষয়ে মতবিনিময় করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার উদ্দেশে রংপুর ছাড়বেন জিএম কাদের।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯ 
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।