ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, অক্টোবর ৯, ২০১৯
ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বৃহস্পতিবার

ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ অক্টোবর)। এদিন বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ অক্টোবর) গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, একই দিনে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ কথা বলবেন ড. কামাল হোসেন।

ওই সংবাদ সম্মেলন শেষ করেই জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। এছাড়া ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জাতীয় প্রেসক্লাবে বড় ধরনের সমাবেশ করার বিষয়টিও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে গত বছর ১৩ অক্টোবর এ জোট গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।