ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্য ক্ষমার অযোগ্য’  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, নভেম্বর ২৩, ২০২০
‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্য ক্ষমার অযোগ্য’  

ঢাকা: বঙ্গবন্ধুর ভাস্কর্য বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সোমবার (২৩ নভেম্বর)ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

 

বিবৃতিতে বলা হয়, মুজিববর্ষে যখন জাতি বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, তার আদর্শ ও একটি স্বাধীন গণতান্ত্রিক সমতাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য স্মরণ করছে তখন এই মহল তার ভাস্কর্য নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা ক্ষমার অযোগ্য। ওয়ার্কার্স পার্টি এর আগে লালনের ভাস্কর্য ও হাইকোর্টের ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে স্পষ্টই বলেছে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়।  

বিবৃতিতে আরও বলা হয়,  চিরচেনা এই প্রতিক্রিয়াশীল মহলের বিবৃতিতে বা বক্তৃতায় বঙ্গবন্ধুর সম্মান এতটুকু ক্ষুণ্ন হবে না। তিনি জাতির কাছে চিরজীবী থাকবেন। কিন্তু এসব লোককে অব্যাহতভাবে এসব দাবি করার সুযোগ দিলে তারা ঔদ্ধত্যের চরম পর্যায়ে পৌঁছাবে।

ওয়ার্কার্স পার্টি বঙ্গবন্ধুসহ ভাস্কর্যবিরোধী এসব প্রতিক্রিয়াশীল মহলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানায়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।