ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

সরকার নেশার ঘোরে বুদ হয়ে রয়েছে: নুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ১৯, ২০২২
সরকার নেশার ঘোরে  বুদ হয়ে রয়েছে: নুরু

বরিশাল: গণঅ‌ধিকার প‌রিষ‌দের সদস‌্য স‌চিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, বর্তমান সরকার নেশার ঘো‌রে বুদ হ‌য়ে র‌য়ে‌ছে, এরা মাদ‌কে মাতাল হ‌য়ে আছে। এরা বুঝ‌তে পার‌ছে না, এদের সময় শেষ হ‌য়ে গে‌ছে।

এক মা‌ঘে শীত যায় না। যে নদী‌তে জোয়ার আছে, সে নদী‌তে ভাটাও আছে। যারা ধরা‌কে সরাজ্ঞান কর‌ছে তা‌দের বল‌তে চাই ভা‌লো হন, মানুষ হন।

শ‌নিবার দুপু‌রে ব‌রিশাল নগরীর আমতলার মো‌ড়ে গণঅ‌ধিকার প‌রিষ‌দের ব‌রিশাল বিভাগীয় প্রতি‌নি‌ধি স‌ম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তি‌নি এসব কথা ব‌লেন।

নুরু ব‌লেন, গত ৫০ বছ‌রে বাংলা‌দে‌শে যে মারামা‌রি হানাহা‌নি র‌ক্তের রাজনী‌তি চ‌লে‌ছে, আমরা তরুণ প্রজন্ম এ রাজনী‌তি‌কে ধুলায় মি‌শি‌য়ে দি‌য়ে নতুন ধারার রাজনী‌তি এ দে‌শে প্রতিষ্ঠা করবো।

তি‌নি ব‌লেন, মাত্র ৪৭ কো‌টি টাকার জন‌্য আইএমএফ এর পা ধরাধ‌রি শুরু ক‌রে‌ছে স‌রকার। আর আমা‌দের ফ‌রিদপু‌রের ছাত্রলীগ নেতা ১০ হাজার কো‌টি টাকা পাচার ক‌রে‌ছে। এ সরকা‌রের আশীর্বাদপুষ্ট পিকে হালদার ১০ হাজার কো‌টি টাকা পাচার ক‌রে‌ছে। গত ১৩ বছ‌রে এ সরকা‌রের নেতাকর্মীরা ১৪ লাখ কো‌টি টাকা পাচার ক‌রে‌ছে। শেখ মু‌জিবুর রহমান ব‌লে‌ছি‌লেন বাংলার মানুষ মু‌ক্তি চায়, তেম‌নি আমরাও আজ বল‌তে চাই আওয়ামী দুঃশাসন থে‌কে বাংলার মানুষ মু‌ক্তি চায়।

বিভাগীয় প্রতি‌নিধি সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বিভাগীয় সমন্বয়ক বিপ্লব কুমার পোদ্দার।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।