ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

সারাদেশ

ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দাবি রাবি শিক্ষার্থীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, মে ২২, ২০২৫
ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ফটকে অবস্থান নেন।

এরপর বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- রাবি ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার করতে হবে; যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বাড়ে। পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করতে হবে। এ ছাড়া এক মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ক্লাস রুটিন প্রকাশ করতে হবে।

এই বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার বলেন, ফোকলোর একটি বহুমাত্রিক বিষয়ভিত্তিক বিভাগ। যেখানে তারা শুধু লোককাহিনি বা গান-নৃত্য নয়; বরং সমাজ, উন্নয়ন, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতির সমন্বিত পাঠ নিয়ে থাকেন। তাদের পাঠ্যক্রম আধুনিক, প্রাসঙ্গিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা পূরণে সক্ষম। তবে অনেকেই বিভাগের পরিধি ও গুরুত্ব বুঝতে পারে না। অনেকেই মনে করেন এটি শুধু পুরোনো গান, নাচ বা লোকগল্পের পড়াশোনা, যা বাস্তবজীবনে কাজে লাগবে না। তাই বিভাগের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রেও হীনমন্যতায় ভোগেন। শুধুমাত্র নামের কারণেই তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা যাচাইয়ে এরই মধ্যে একটি কমিটি করা হয়েছে। প্রফেসর আখতার হোসেন, প্রফেসর মোস্তফা ও প্রফেসর আমিরুল ইসলামকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই বিভাগের সভাপতি হিসেবে আমি শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনের পক্ষে। তাই তাদের দাবির একটা বাস্তবসম্মত উপায় নিয়ে আমরা কাজ করছি।

এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।