ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

রিসোর্টের ওয়েবপুলে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, জুন ১১, ২০২৫
রিসোর্টের ওয়েবপুলে ডুবে শিশুর মৃত্যু

খুলনা: খুলনার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের ওয়েবপুলে ডুবে মো. হাবিবুর রহমান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটার পশুর নদীর তীরে অবস্থিত রিসোর্টটির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, ঝালকাঠির কাউখালী এলাকা থেকে পরিবারের সঙ্গে খুলনায় নানা বাড়ি বেড়াতে এসেছিল ওই শিশুটি। বুধবার দুপুরে তারা স্বপরিবারে পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সন্ধ্যায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ কোনো অভিযোগ করা হয়নি।

এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।