সিরাজগঞ্জে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে থাকা ছেলেকে ডাকতে গিয়ে বজ্রপাতে মিলন সেখ (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়। বাড়ির পাশের একটি মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছিল মিলনের ছেলে। এসময় মিলন তাকে ডাকার জন্য মাঠের দিকে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মিলনের ছোট ভাই সোহেল সেখ বজ্রপাতে তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিলন কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার স্থায়ী বাসিন্দা। অল্প কিছুদিন আগে তিনি কল্যাণী এলাকায় বসতবাড়ি করে বসবাস শুরু করেছেন। নিহতের স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।
আরএ


