ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

সারাদেশ

কাশিয়ানীতে ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জুন ২৮, ২০২৫
কাশিয়ানীতে ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য কারাগারে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রেপ্তারকৃত কি‌শোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে জেলা কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

শ‌নিবার (২৮ জুন) দুপু‌রে কা‌শিয়ানী থানা পু‌লিশ তাদের‌ গোপালগঞ্জ জেলা কারাগা‌রে পাঠায়।

শুক্রবার (২৭ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার ক‌রে যৌথবা‌হিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইলফোন জব্দ করা হয়।  

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এ সময় কিশোর গ্যাং ‌‘ডেমন বয়েজ’ গ্রুপের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কল্কি ও আটটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন জব্দ করা হয়।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করে এবং পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, মাদকসেবনের তথ্য প্রমাণের ভিত্তিত্বে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরা কিশোর গ্যাং কি না সেটা আমার জানা নেই।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।