ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ, ৪ দিন পর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, আগস্ট ৩, ২০২৫
হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ, ৪ দিন পর মৃত্যু বগুড়ার মানচিত্র

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়ায় ও চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার চারদিন পর আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
 
শনিবার (২ আগস্ট) রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক এক বছর ধরে আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন আল আমিন ও তার পরিবার। দুই ঘটনায়ই থানায় মামলা করেন আল আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তাকে মামলা তুলে নিতে ও দুই লাখ টাকা চাঁদা দিতে চাপ দিচ্ছিলেন।
 
কিন্তু কোনোটাই না করেননি আল আমিন। এর মধ্যে গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হলে আল আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আল আমিনের দুই হাত ও দুই পা ভেঙে দেওয়া হয়। তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর হন তার বাবা আফসার আলী। এসময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।  

এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার রাতে আল আমিন মারা যান।  

এদিকে হামলার ঘটনায় নিহতের চাচা ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।