ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালালেন স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, আগস্ট ৩, ২০২৫
স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালালেন স্বামী ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকায় স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা আক্তার (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকায় নিজেদের টিনশেড ঘরের ভেতর স্ত্রী মারুফা আক্তারকে হত্যা করে তার স্বামী মিজানুর রহমান। একপর্যায়ে বিষয়টি ভিন্নখাতে নিতে মারুফা আক্তারকে ঘরে মৃত অবস্থায় রেখে ওই ঘর তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ‌ পরে  মিজানুর রহমান পালিয়ে যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মারুফা আক্তারকে হত্যা করেছে তার স্বামী। পরে লাশ ঘরের ভেতরে রেখে ওই ঘরে আগুন ধরিয়ে দেয় নিহতের স্বামী মিজানুর রহমান। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া স্বাভাবিকভাবে শুয়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।