ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেঘনা নদীতে ট্রলার ডুবি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, আগস্ট ১৯, ২০২৫
মেঘনা নদীতে ট্রলার ডুবি 

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মেহেন্দিগঞ্জের উলানিয়া থেকে গোবিন্দপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন নৌ পুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক।  

তিনি জানান, ট্রলারটিতে মোট নয়জন আরোহী ছিলেন, তারা উলানিয়া লঞ্চঘাট থেকে গোবিন্দপুরের উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর মধ্যে প্রবল স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ট্রলার ডুবির পরে চারজন যাত্রী নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।  

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।