ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

অফিস স্পেস কিনবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, মার্চ ১৫, ২০১৫
অফিস স্পেস কিনবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফিসের জন্য ফ্লোর স্পেস কিনবে।

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিজিআইসি টাওয়ারে এ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, প্রতি বর্গফুট ১৩ হাজার ১৩৪ টাকা ২৯ পয়সা দরে মোট সাত হাজার ৯৯৪.৩৪ বর্গফুট স্পেস কিনবে কোম্পানিটি। আনুষাঙ্গিক ব্যয় বাদে ফ্লোর স্পেস কিনতে কোম্পানিটির খরচ হবে সাড়ে ১০ কোটি টাকা।
 
বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে ফ্লোর স্পেস কেনা হবে বলে কোম্পানিটির
পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।