ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

আইন লঙ্ঘনের দায়ে সাদ সিকিউরিটিজকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, জুলাই ১৭, ২০১৮
আইন লঙ্ঘনের দায়ে সাদ সিকিউরিটিজকে জরিমানা

ঢাকা: অবৈধভাবে মার্জিন লোন দেওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদস্যভুক্ত সাদ সিকিউরিটিজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইস সভায় আরেক প্রতিষ্ঠান সালতা ক্যাপিটালকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৬৫১তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, সাদ সিকিউরিটিজ গ্রাহককে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার কিনতে নগদ হিসাবে মার্জিন সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এর সাব রুল ১ এবং ২ লঙ্ঘন করেছে। এ জন্য সাদ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ডিএসইর ও সিএসইর সদস্য সালতা ক্যাপিটালের গ্রাহকদের ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে অ্যাডজাস্টমেন্ট সুবিধা দেওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।