ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামীকাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, এপ্রিল ২৫, ২০২৫
এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামীকাল ছবি: সংগৃহীত

আগামীকাল (২৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। ৬টি দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট।

উদ্বোধনী দিনেই হবে তিনটি ম্যাচ।  

প্রথম ম্যাচে জেটিআইয়ের মুখোমুখি হবে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক। আরেক ম্যাচে গ্রামীণ ফোনের মুখোমুখি হবে পোয়েটিকজেম। অন্য ম্যাচে এইচএসবিসি ব্যাংকের মুখোমুখি হবে রবি।

গ্রুপ পর্বে প্রত্যেক দল ৫টি করে ম্যাচ খেলবে। যেখানে প্রত্যেক দল সবার মুখোমুখি হবে। যেখান থেকে সেরা ৪ দল যাবে সেমিফাইনালে।  

আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টটির। সব ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।