ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

সুনামগঞ্জে বোলার হান্ট ক্যাম্পেইন ফিউচার সিক্সার্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, অক্টোবর ২১, ২০১৭
সুনামগঞ্জে বোলার হান্ট ক্যাম্পেইন ফিউচার সিক্সার্স

সুনামগঞ্জ: বাংলাদেশের সেরা বোলার খুঁজে বের করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিম সিলেট সিক্সার্সের আয়োজনে সুনামগঞ্জে বোলার হান্ট ক্যাম্পেইন ফিউচার সিক্সার্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়ে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ ক্যাম্পেইন প্রতিযোগিতা চলে বিকেল ৩টা পর্যন্ত।

জেলার ১৮ থেকে ২৫ বছর বয়সী ক্রিকেট বোলারদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতা হয়।

সেখান থেকে ১০ জন সেরা বোলারদের প্রাথমিকভাকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিক্সার্স দলের সহকারী কোচ একে মাহমুদ ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা, জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।

আয়োজকরা জানায়, সিলেট সিক্সার্সকে শক্তিশালী করতে ও সিলেট বিভাগ থেকে নতুন প্রতিভাবান বোলার বের করতেই এ আয়োজন। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে বেরিয়ে আসবে নতুন ক্রিকেটার। এর আগে সিলেটের অন্য দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে বোলার হান্ট ক্যাম্পেইন ফিউচার সিক্সার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।