ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

খেলা

হকি ফেডারেশনের সাবেক সভাপতি মনযূর আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, ডিসেম্বর ৫, ২০১৭
হকি ফেডারেশনের সাবেক সভাপতি মনযূর আর নেই .

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সভাপতি মনযূর-উল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) হকি ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে শোক সংবাদটি জানানো হয়। মৃত্যুকালে মনযূর-উল করিমের বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৭৬ সাল থেকে ১৯৮১ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মনযূর-উল করিম। তার মৃত্যুতে সংস্থাটির পক্ষ হতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।