ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

খেলা

শেষ ম্যাচ হেরে গেল ঢাকার মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, নভেম্বর ১০, ২০১৮
শেষ ম্যাচ হেরে গেল ঢাকার মেয়েরা ছবি: সংগৃহীত

তিন ম্যাচের আগের দুটিতে জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছিল ঢাকা একাদশ নারী হকি দল। আর শেষ ম্যাচে কলকাতা ওয়ারিয়র্সকে হারালে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারতো প্রতিবেশিদের। তবে তা আর হলো না। নিয়মরক্ষার ম্যাচটিতে তুমুল লড়াই শেষে ১-০ গোলে হারে স্বাগতিকরা।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার (১০ নভেম্বর) মুখোমুখি হয় কলকাতা ওয়ারিয়র্স নারী হকি দল বনাম ঢাকা একাদশ নারী হকি দল।  

আমন্ত্রণমূলক তৃতীয় ও শেষ ম্যাচে কলকাতা ওয়ারিয়র্স ক্লাব ১-০ গোলে ঢাকা একাদশ নারী হকি দল কে পরাজিত করে।

কোলকাতা ওয়ারিয়র্স এর পক্ষে শামা বানো (৮) ২২ মিনিটে একমাত্র জয় সূচক গোলটি করে।

তিন ম্যাচ সিরিজে ঢাকা একাদশ ২-১ ম্যাচে জয় লাভ করলো।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।