ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

অনুশীলনেই মারা গেলেন ২৭ বছরের বাস্কেটবল তারকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, আগস্ট ৮, ২০২০
অনুশীলনেই মারা গেলেন ২৭ বছরের বাস্কেটবল তারকা মাইকেল ওজো

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন নাইজেরিয়ান-আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় মাইকেল ওজো।

ইউরোহুপসের বরাতে খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

সার্বিয়ান ক্লাব পার্টিজানের সঙ্গে স্বতন্ত্র অনুশীলনে দৌড়ানোর সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ওজোকে দ্রুত বেলগ্রেডের হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক সার্বিয়ান চিকিৎসক জানিয়েছেন, ওজোর অতীতে কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।

ফ্লোরিডা রাজ্যে ক্যারিয়ার শুরু করেন এই বাস্কেটবল তারকা। পুরোদমে পেশাদারি ক্যারিয়ার শুরু করার আগে সেখানে খেলেন টানা পাঁচ বছর। পরে যোগ দেন সার্বিয়ান ক্লাব কেকে এফএমএফ-এ। সেখান থেকে রেড স্টারের সঙ্গে চুক্তি করেন তিনি। ক্লাবটির হয়ে এবিএ সুপার কাপ, দ্য এবিএ লিগ এবং সার্বিয়ান লিগ জিতেছেন ওজো।

রেড স্টারে দুই মৌসুম কাটানোর পর চলতি মৌসুমে ফ্রি-এজেন্ট হিসেবে নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন এই বাস্কেটবল তারকা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।