ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

কিভিতোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কেনিন 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, অক্টোবর ৯, ২০২০
কিভিতোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে কেনিন  সোফিয়া কেনিন

ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সোফিয়া কেনিন এবং পোল্যান্ডের টিনেজ সেনসেশন ইগা সোয়েটেক। দু’জনই দাপট দেখিয়েছেন সেমিফাইনালে।

 

সেমিতে আর্জেন্টিনার নাদিয়া পোডোরোস্কাকে লড়াইয়ের কোনো সুযোগ দেননি সোয়েটেক। মাত্র ৭০ মিনিটেই ৬-২ ও ৬-১ গেমে জিতে প্রথমবারের মতো কোনো প্রধান ফাইনাল নিশ্চিত করেছেন ১৯ বছর বয়সী তারকা।

অন্যদিকে আরেক সেমিতে সাত নাম্বার বাছাই চেক তারকা পেত্রা কিভিতোভাকে ৬-৪ ও ৭-৫ গেমে হারায় ২১ বছর বয়সী কেনিন। চতুর্থ বাছাই আমেরিকার সেনসেশন ১০টি ব্রেক পয়েন্ট সেভ করেন দু’বারের উইম্বলডনজয়ীর বিপক্ষে।  

প্রধান ট্যুরে কেনিন-সোয়েটেক এর আগে কখনও মুখোমুখি হননি। তবে চার বছর আগে একই মঞ্চে জুনিয়র বিভাগে দু’জনই লড়াইয়ে নেমেছিলেন। সেবার হেরে গিয়েছিলেন কেনিন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।