ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

মাঠে মারামারির ঘটনায় নিষিদ্ধ জিমি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, অক্টোবর ১২, ২০২১
মাঠে মারামারির ঘটনায় নিষিদ্ধ জিমি

ক্লাব কাপ হকির ম্যাচে মারামারির ঘটনায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রাসেল মাহমুদ জিমি। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেছে হকি ফেডারেশন।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গত সোমবার পুলিশ এফসির বিপক্ষে মোহামেডানের ৪-১ গোলে জয়ের ম্যাচে মারামারিতে জড়ান মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি তারকা জিমি। এবার সেই কাণ্ডের ফল তাকে ভোগ করতে হচ্ছে।

সেদিন মাঠে রেফারির সঙ্গে দুর্ব্যবহার, প্রতিপক্ষ গোলরক্ষককে ধাক্কা ও কর্মকর্তাদের সঙ্গে তর্ক করেছেন জিমি।  

এই নিষেধাজ্ঞার ফলে আগামী ১৪ অক্টোবর ক্লাব কাপ হকির সেমি-ফাইনালে খেলতে পারবেন না জিমি। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, 'প্রধানমন্ত্রী হকিকে টাকা দিয়েছেন। আর্থিক অবস্থার বিবেচনায় ক্লাবগুলোকে বিভিন্ন অংকের অর্থ দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি হকির স্বার্থ বিরোধী কিছু করে, সেটা মেনে নেওয়া হবে না। '

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।