ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

তারার ফুল

নিরবে সরবে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, মার্চ ২২, ২০১৬
নিরবে সরবে…

‘ভোলা তো যায় না তারে’ ছবিটি নিয়ে উচ্ছ্বসিত চিত্রনায়ক নিরব। শুক্রবার (১৮ মার্চ) মুক্তির দিন থেকে হলে হলে ঘুরছেন ছবিটির নায়ক নিরব, নায়িকা তানহা ও পরিচালক রফিক সিকদার।



নিরব বলেন, ‘রাজধানীর শাহিন হলসহ বেশ কিছু প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে ছবিটি উপভোগ করেছি আমরা। প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। দর্শকের ভালো লাগার কারণের মধ্যে রয়েছে ছবিটির সরল গল্প, সুন্দর অভিনয় ও শ্রুতিমধূর গান। ’

ছবিটির পরিচালক রফিক সিকদার বলেন, “ভোলা তো যায় না তারে’-নামের যথার্থতা খুঁজে পেয়েছেন দর্শক। তারা ছবিটি দেখে অশ্রুসিক্ত হচ্ছেন- এটা বিশেষ পাওয়া। প্রথম সপ্তাহে আমরা খুব বেশি হল পাইনি। আমার বিশ্বাস দ্বিতীয় সপ্তাহে আরও কিছু হল পাবো, দর্শকের মন জয় করবে ছবিটি। ’

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ