ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আগরতলা

আগরতলায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, জানুয়ারি ৩১, ২০১৭
আগরতলায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য জব্দ করেছে ত্রিপুরা পুলিশ

আগরতলা: মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করেছে ত্রিপুরা পুলিশ বাহিনী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার ওষুধের দোকানে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বাহিনী পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার একটি ওষুধের দোকানে অভিযান চালায়।

এ সময় দোকান থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল, এসকাফ সিরাপ ও নেশার ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এতে নেতৃত্ব দেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (এএসপি) শর্মীষ্ঠা চক্রবর্তী।

মাদকদ্রব্যগুলো অন্যান্য ওষুধের সঙ্গে বাক্সতে লুকানো ছিলো। জব্দ হওয়া মাদকদ্রব্যের মধ্যে প্রায় এক হাজার বোতল কফ সিরাপ ও কয়েক হাজার নেশার ট্যাবলেট রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ রুপির বেশি হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।