ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় ঝড়ে গাছ চাপায় এক নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, মার্চ ২৫, ২০১৭
ত্রিপুরায় ঝড়ে গাছ চাপায় এক নারী নিহত ত্রিপুরায় ঝড়ে গাছ চাপায় এক নারী নিহত। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় ঝড়ে গাছের চাপায় আলো রানি জমাতিয়া (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা ছোট মেয়ে আহত হয়।  

শনিবার (২৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আলো গোমতী জেলার অমরপুর এলাকার বাসিন্দা ছিলেন।

এ সময় ঝড়ে ধলাই জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।    

আলোর পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, আলো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঝড়ে একটি আম গাছ ভেঙে তার ওপরে পড়লে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।