ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আগরতলা

অমিত শাহ'র পাগড়ি নিয়ে সরগরম ত্রিপুরার রাজনীতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, মে ১০, ২০১৭
অমিত শাহ'র পাগড়ি নিয়ে সরগরম ত্রিপুরার রাজনীতি বিজেপির সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

আগরতলা: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র দুদিনের ত্রিপুরা সফর শেষ হলেও এখনও সরগরম ত্রিপুরা রাজ্যের রাজনীতি।

সোমবার (৮ মে) অমিতের জনসভার একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, অমিত তার মাথার পাগড়ি ছুড়ে মঞ্চে ফেলে দিচ্ছেন।

ত্রিপুরা কুমারঘাটের সভায় তাকে সম্মান জানিয়ে মণিপুরী সম্প্রদায়ের পাগড়ি পরানো হয়।  

সিপিআইসহ (এম) বিরোধী দলগুলোর দাবি, অমিত পাগড়ি ছুড়ে ফেলে সমগ্র মণিপুরী সম্প্রদায়কে অসম্মান করেছেন।  

মঙ্গলবার (৯ মে) ত্রিপুরা প্রদেশ বিজেপি সংবাদ সম্মেলন করে নতুন একটি ভিডিও রিলিজ করে। এতে দেখা যাচ্ছে, অমিত তার মাথার পাগড়ি দেহরক্ষীর হাতে দিচ্ছেন। অপপ্রচার চালাতে বিরোধী দল এই কাজ করেছে বলে বিজেপি দাবি করেছে।

সংবাদ সম্মেলনে বিজেপি নেতা অশোক সিনহা জানান, যারা পাগড়ি পরেন তারা এটিকে অনেক মূল্য দেন।

সংবাদ সম্মেলনে অশোক সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা দলের অবজারভার সুনীল দেওধর, কল্যাণী রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসসিএন/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।