ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় চাষিদের ভার্মি কম্পোস্ট তৈরি করে দিচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, মে ১৯, ২০১৭
ত্রিপুরায় চাষিদের ভার্মি কম্পোস্ট তৈরি করে দিচ্ছে সরকার ত্রিপুরায় চাষিদের ভার্মি কম্পোস্ট তৈরি করে দিচ্ছে সরকার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় জৈবসারের প্রতি কৃষকদের উৎসাহ বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পশ্চিম জেলার জিরানায়া মহকুমার অন্তর্গত বেলবাড়ি ব্লকের অধীন ১৫টি গ্রামে জৈবসারের জন্য ভার্মি কম্পোস্ট ও সবুজ সার তৈরির প্ল্যান্ট করার উদ্যোগ নিয়েছে সরকার।

বেলবাড়ি ব্লকের কর্মকর্তা (বিডিও) জানান, মোট ১শ কৃষক পরিবারকে এই ভার্মি কম্পোস্ট ও সবুজ সার তৈরির প্ল্যান্ট করে দেওয়া হয়েছে।

ব্লকের অন্তর্গত আরও চারটি গ্রামের ২৪টি কৃষক পরিবারকে তৈরি করে দেওয়া হবে।

প্রতিটি কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণে প্রায় ২৪ হাজার ৩শ’ ৮০ রুপি ব্যয় হবে। ১শটি কম্পোস্ট নির্মাণে মোট ব্যয় হবে ২৪ লাখ ৩৮ হাজার রুপি।

সেই সঙ্গে কৃষকদের রাসায়নিক সারের ক্ষতিকর দিক ও জৈবসার প্রয়োগের উপকারিতার বিষয়ে বোঝানো হচ্ছে বলেও জানান বিডিও।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসসিএন/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।