ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আগরতলা

রামনাথ কোবিন্দের জয়ে খুশির হাওয়া ত্রিপুরায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুলাই ২০, ২০১৭
রামনাথ কোবিন্দের জয়ে খুশির হাওয়া ত্রিপুরায় বিজেপির বিজয়োল্লাস/ছবি: বাংলানিউজ

আগরতলা: বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় খুশির হাওয়া ত্রিপুরা প্রদেশ বিজেপি শিবিরে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় দলের কর্মী-সমর্থকরা আগরতলার কৃষ্ণনগর এলাকায় দলের কার্যালয়ে নিজেরা আনন্দ উল্লাস করেন।

মিষ্টি বিতরণ করে সবশেষে দলীয় কার্যালয়ের সামনে আতশবাজি ফোটান।

এসময় উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, দলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অবজারভার সুনীল দেওধরসহ অন্য রাজ্য নেতা-কর্মীরা।

দলের সভাপতি বলেন, দেশের এ দলিত নেতাকে দেশের সর্বোচ্চ পদে নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে দলের উদারতার পরিচয় পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।