ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরার চড়িলাম এলাকায় বাবার হাতে ছেলে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, আগস্ট ৫, ২০১৭
ত্রিপুরার চড়িলাম এলাকায় বাবার হাতে ছেলে খুন

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন চড়িলাম এলাকায় বাবার হাতে খুন হলেন ছেলে তরুণ সাহা (৪০)।

মৃতের মা কণিকা সাহা সংবাদমাধ্যমকে জানান, তরুণ প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরতেন। শনিবার (৫ আগস্ট) রাতেও তিনি মদ খেয়ে বাড়ি ফিরে তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এমনকি বাবাকে মারতেও যান।

বাবা বিষয়টি সহ্য না করতে পেরে উত্তেজিত হয়ে ওঠেন ও রাগের মাথায় তরুণকে একটি কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। এই আঘাত তরুণের মাথায় লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

পুত্রের মৃত্যু হয়েছে দেখে তার বাবা বিষয়টি ধামাচাপা দিতে দেহটি একটি কম্বল দিয়ে ঢেকে রাখেন। পরে তার মায়ের কান্ন‍া শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযুক্ত বাবাকে গ্রফতার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।