ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, আগস্ট ২৮, ২০১৭
ত্রিপুরায় মাদক ব্যবসায়ী আটক ত্রিপুরায় মাদক ব্যবসায়ী আটক

আগরতলা: গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরায় মাদকসহ মিন্টু সাহা নামের এক মাদক ব্যাবসয়ীকে আটক করেছে পুলিশ।  

সোমবার(২৮ আগষ্ট) রাজ্যের পশ্চিম জেলার আমতলী থানা পুলিশ হাপানীয় বাজার সংলগ্ন ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আপটক করে।  
 
অভিযানে পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ারসহ মোট ৩শ' বোতল মাদকদ্রব্য জব্দ করে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দকৃত মাদক সামগ্রীর বাজার মূল্য ৫০ হাজার রুপি।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসসিএন/বিএস 
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।