ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় দুর্গাপূজার আনন্দে ভিলেন হলো বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ত্রিপুরায় দুর্গাপূজার আনন্দে ভিলেন হলো বৃষ্টি ত্রিপুরায় দুর্গাপূজার আনন্দে ভিলেন হলো বৃষ্টি

আগরতলা: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। এবছর আগরতলাসহ গোটা ত্রিপুরা রাজ্যে চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন ভালোই কেটেছে। সপ্তমীর দিনে সন্ধ্যা নামতেই ভিড় বাড়তে থাকে আগরতলার বিভিন্ন পূজা মণ্ডপে। কিন্তু বাধ সাধে বৃষ্টি, পূজার আনন্দকে মাটি করে দিতে সন্ধ্যা থেকেই ভিলেন হয়ে নেমে এলো বৃষ্টি।

অন্যদিকে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কিন্তু যারা পূজা দেখতে এসেছিলেন বৃষ্টির কারণে তাদের আশ্রয় নিতে হয়েছে বিভিন্ন মণ্ডপ, দোকানসহ অন্যান্য স্থানে।

 এই বৃষ্টিতে উৎসব মুখর মানুষের যেমন মন খারাপ তেমনি মন খারাপ অস্থায়ী দোকানীদের।

অস্থায়ী দোকানীরা বাংলানিউজকে জানান, যে পরিমাণ কেনাবেচার আশা করেছিলেন তারা বৃষ্টি আসায় সে আশা শেষ হয়ে গেছে। আর যদি আশানুরূপ বিক্রি না হয় তাহলে যে টাকা খরচ করেছেন সেটাও উঠবে না।

এদিকে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মহা অষ্ঠমী ও মহা নবমীর দিনেও রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

এসসিএন/এসজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।