ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় বিজেপি যুব মোর্চার থানা ঘেরাও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০২, নভেম্বর ১৯, ২০১৭
ত্রিপুরায় বিজেপি যুব মোর্চার থানা ঘেরাও থানা ঘেরাও করেছে বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় বিজেপি যুব মোর্চার ধলাই জেলা কমিটির সদস্যরা সালেমা থানা ঘেরাও করেছেন।

রোববার (১৯ নভেম্বর) ভোরে ধলাই জেলার সালেমা বাজারের ৫টি দোকান আগুনে পুড়ে যায়। ব্যবসায়ী ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় প্রায় ৫০ লাখ রুপি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।  

বিজেপির যুব মোর্চার ধলাই জেলার সভাপতি আশিষ ভট্টাচার্য্য অভিযোগ করেন, বিজেপির সদস্যরা এই ৫টি দোকানের মালিক। শত্রুতা করে শাসক দলের দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। অবিলম্বে এই নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।