ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আগরতলা

আগরতলায় রোড শো করলেন রাজনাথ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, ফেব্রুয়ারি ৪, ২০১৮
আগরতলায় রোড শো করলেন রাজনাথ      রোড শো'তে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আগরতলায় অনুষ্ঠিত হয়েছে রোড শো।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ীতে রাজনাথ সিং পূজা দিয়ে এই শো'র যাত্রা শুরু করেন।

‘বিজয়রথ যাত্রা’ নামের এই শো'টি দুর্গাবাড়ী থেকে শুরু হয়ে শহরের বিদুর্কতা চৌমুহনী, কর্নেল চৌমুহনী, আস্তাবল ময়দান, রাধানগর, জিবি এলাকা হয়ে ইন্দ্রনগরসহ রাজধানীর বিভিন্ন বিধানসভা এলাকা পরিক্রমা করে।

এতে উপস্থিত ছিলেন বিজেপি'র সর্ব ভারতীয় সাংগঠনিক সম্পাদক রাম মাধব, প্রদেশ সম্পাদক বিপ্লব কুমার দেব, প্রার্থী সুদীপ রায়বর্মণ, আশিষ সাহা প্রমুখ।

এ সময় রোড শো দেখতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়ে তারা ফুল ছিটিয়ে, শঙ্খধ্বনি দিয়ে রাজনাথ সিংকে স্বাগত জানায়।

শো থেকে রাজনাথ সিং রাজ্যের ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা বামফ্রন্টকে বার বার ভোট দিয়ে জিতিয়েছেন। একবার বিজেপি'কে জিতিয়ে দেখুন।

রোড শো শেষে সন্ধ্যায় রাজনাথ সিং আবার দিল্লি ফিরে যাবেন ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।