ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আগরতলা

ত্রিপুরায় বড় আন্দোলনের হুমকি কংগ্রেসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, ডিসেম্বর ৩, ২০১৮
ত্রিপুরায় বড় আন্দোলনের হুমকি কংগ্রেসের আগরতলার কংগ্রেস ভবনে ত্রিপুরা কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাসহ অন্যান্যরা । ছবি: বাংলানিউজ

আগরতলা: আগামী ২২ ডিসেম্বর ত্রিপুরার ১০ পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনের জন্য এখন চলছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। কিন্তু এর মধ্যে বিজেপি দলের দুর্বৃত্তরা রাজ্যজুড়ে  সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করলেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। 

রোববার (২ ডিসেম্বর) আগরতলার কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।  

বীরজিৎ সিনহা বলেন, বিজেপি দলের দুর্বৃত্তদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছেন কংগ্রেসের প্রার্থী ও কর্মীরা।

 

তিনি আরও বলেন, কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা করা হচ্ছে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছেন দুর্বৃত্তরা।

এরই মধ্যে ৬০ জনের বেশি কংগ্রেস নেতাকর্মী ও তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানান ত্রিপুরার কংগ্রেস সভাপতি।  

ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ সঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন বীরজিৎ সিনহা। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রিপুরার কংগ্রেস সভাপতি ছাড়াও দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮ 
এসসিএন/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।