ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আগরতলা

সাবেক মন্ত্রীর মুক্তির দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জানুয়ারি ১৭, ২০২০
সাবেক মন্ত্রীর মুক্তির দাবিতে আগরতলায় বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রীর মুক্তির দাবিতে আগরতলায় বিক্ষোভ করেছে বামফ্রন্ট সমর্থীত চারটি সংগঠন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজ্যের রাজধানীতে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস এফ এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

রাজধানীর সিটি সেন্টারের সামনে স্থানীয় সময় ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে ডি ওয়াই এফ আই এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব বলেন, ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হয়েছে।

কিন্তু এই অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী বাদল চৌধুরী। তাকে বিজেপি-আইপিএফটি সরকার মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস জেলে পুরে রেখেছে।

বিধানসভায় রাজ্যপালের ভাষণের পুরোটা সময় তারা বিক্ষোভ চালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।