ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জুলাই ১৮, ২০২৩
বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাট: ‘রঙের ছোঁয়ায় রঙিন অম্বিত্ব’ -এ স্লোগানের মধ্য দিয়ে বাগেরহাটে নানা আয়োজনে সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে কৃতি শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পিসি কলেজ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাস সহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।  

কলেজ অধ্যক্ষ প্রফেসর জিয়াউর ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম ফরাজী, শিক্ষক কর্মকতা পরিষদের সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান ফারুকী, শিক্ষক মনীবুর রহমান মিয়া ও কৃতি শিক্ষার্থীরা।  

এদিন, বাগেরহাট সরকারি ল পিসি কলেজ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২৪ জন এবং এইচএসসি পরীক্ষার্থীয় ভালো ফলাফল করা নয় জনকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ