ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইবির একাডেমিক ক্যালেন্ডার লুট ছাত্রলীগের

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, জুলাই ১২, ২০১২

কুষ্টিয়া : একাডেমিক ক্যালেন্ডার লুটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে তারা প্রায় ৩শ ক্যালেন্ডার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান রাসেল ও শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেলের নেতৃত্বে ২৫/৩০ ছাত্রলীগ ক্যাডার দুপুর ১২টার দিকে জনসংযোগ বিভাগে যায়।

এ সময় তারা উপপরিচালক গোলাম সাকলাইনের কক্ষ থেকে ৩শ একাডেমিক ক্যালেন্ডার লুট করে নিয়ে যায়।

নাম না প্রকাশের শর্তে জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, ছাত্রলীগ কর্মীরা হঠাৎ করে জনসংযোগ বিভাগে এসে চড়াও হয়। তারা এ সময় কর্মকর্তাদের কাছে ৩শ ক্যালেন্ডার দাবি করে। ক্যালেন্ডার দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগ নেতারা।

পরে তারা ৩টি বান্ডিলে রাখা ৩শ ক্যালেন্ডার নিয়ে চলে যায়।

এ ব্যাপারে জনসংযোগ বিভাগের উপপরিচালক গোলাম সাকলাইন বাংলানিউজকে বলেন, “আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। উপাচার্য ঢাকায় আছেন, তিনি এসে বিষয়টি দেখবেন। ”

অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক নুরুজ্জামান বলেন, “এ বিষয়ে আমরা কিছু জানি না। ”

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ