ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাহাঙ্গীরনগরে দুই প্রোভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, সেপ্টেম্বর ১৮, ২০২৪
জাহাঙ্গীরনগরে দুই প্রোভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। জাহাঙ্গীরনগর থেকেই তারা নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়টির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।

আর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমানকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

কোষাধ্যক্ষ নিয়োগ পেয়ছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অদ্যাপক ড. মো. আব্দুর রব। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ