ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

হবিগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের র‌্যালি ও সমাবেশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, সেপ্টেম্বর ১৯, ২০১২

হবিগঞ্জ: হবিগঞ্জে শিক্ষা দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা।

বুধবার বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কাছে নিমতলায় এ সমাবেশ অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম। পরিচালনা করেন, বৃন্দাবন সরকারি কলেজ শাখার সদস্য সচিব জসিম উদ্দিন।

বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুরলী ধর দাস, বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, হবিগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি পিযূষ চক্রবর্তী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।

এর আগে একটি ছাত্রফ্রন্টের একটি র‌্যালি শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ