ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাবিতে ডি ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, ডিসেম্বর ১৮, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদের (ডি ইউনিটের) প্রথম অপেক্ষামান তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর শনিবার তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এর আগে এই সাক্ষাৎকারের তারিখ ছিল ১৮ ও ১৯ ডিসেম্বর মঙ্গলবার ও  বুধবার।

বাণিজ্য অনুষদের ডিন আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, অনিবার্য কারণবশত এ সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ