ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক খালেক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, ডিসেম্বর ২২, ২০১৩
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক খালেক অধ্যাপক আবদুল খালেক

রাবি: রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চার বছরের জন্য রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ প্রদান করেছেন।



শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত ফ্যাক্স বার্তাটি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পৌঁছায় বলে রোববার দুপুরে পাঠানো বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল খালেক ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।

এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কলা অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় সভাপতি, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০২ সালে অবসর গ্রহণ করেন। ২০০৯-১১ সাল পর্যন্ত তিনি ঢাকার কুইন্স বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় শিক্ষানীতি প্রনয়ণ কমিশন, জাতীয় বেতন কমিশন, এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন।

বর্তমানে বাংলা একাডেমির আজীবন সদস্য ও বাংলাদেশ ফোকলোর সোসাইটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ