ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শিবিরের ধর্মঘটে শাবিপ্রবিতে পরীক্ষা হয়নি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, মার্চ ১৩, ২০১৪
শিবিরের ধর্মঘটে শাবিপ্রবিতে পরীক্ষা হয়নি

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের প্রতিবাদে ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। তবে নির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।



বৃহস্পতিবার ধর্মঘটের দ্বিতীয় দিনে একাডেমিক ভবনগুলোতে প্রায় ৭০ এর অধিক ক্লাস রুম, ল্যাবরেটরি রুম, শিক্ষকদের রুমে তালা ও সুপার গ্লু লাগিয়ে দেয় শিবির কর্মীরা।

পরে সকাল দশটার দিকে তালা ভেঙে কয়েকটি বিভাগে শিক্ষকরা ক্লাস নেন। তবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস বিভাগের পরীক্ষা শিক্ষার্থীরা না আসায় অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে ধর্মঘটের কারণে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ১৬, ১৭ মার্চ টি-টোয়েন্টি ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ধর্মঘট স্থগিত করলেও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ১৮ মার্চ থেকে আবারো লাগাতার ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দেয় সংগঠনটি। এছাড়া ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতালও আহ্বানের হুমকি দেয় সংগঠনটি।

২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষাটি ইতিপূর্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একবার পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্য আমিনুল হক ভূইয়া বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক গতিতেই চলবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ