ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

তিতুমীর কলেজকে ম্যাডোনা গ্রুপের বাস উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, মার্চ ২৪, ২০১৪
তিতুমীর কলেজকে ম্যাডোনা গ্রুপের বাস উপহার

ঢাকা: শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তিতুমীর কলেজকে ৫২ সিটের একটি বাস দিয়েছে ম্যাডোনা গ্রুপ।

সোমবার দুপুরে রাজধানী মহাখালী তিতুমীর কলেজের কাছে বাসটি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



এ সময়  কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলারা হাফিজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ম্যাডোনা টাওয়ার ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আরো এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নে সমাজের প্রতিটি মানুষের অবদান রাখার ব্যাপক সুযোগ আছে। শিক্ষা আমাদের নতুন প্রজন্মকে যোগ্য, দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাসহ সকল চিত্তসমৃদ্ধ বিত্তবান মানুষকে ব্যবসায়ী মনোভাব নয়, কল্যাণকামী দীক্ষায় শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৪,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ