ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, মে ১৮, ২০১৪
চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকাস্থ কুমিল্লার চান্দিনা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০১৪-১৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ছাত্র মো. আলাউদ্দিন আকাশ এবং  সাধারণ সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম আহমেদ মনোনীত হয়েছেন।

 

শনিবার পাবলিক লাইব্রেরির সেমিনার হলে সমিতির বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।


ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও বিদায়ী সভাপতি গাজী তাওহীদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মেহেদি আল-আমিন নাবিল।

এছাড়া সমিতির নির্বাচনে দায়িত্বরত কমিশনার দিদারুল আলম মিঠু, মনির আহমেদ, সারোয়ার আহমেদ সুমন, মো. নাঈম চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এদিকে নব গঠিত কমিটির সদস্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত অভিনন্দন জানিয়েছেন।

কুমিল্লার চান্দিনা থেকে ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ১৯৯৩ সালে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ