ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইবিতে নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মে ২২, ২০১৪
ইবিতে নবীন বরণ ও প্রবীণ বিদায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সমিতির সাধারণ সম্পাদক নুরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কল্যান সমিতির সভাপতি রাশেদ ইবনে আলী রুশো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মহিব্বুল ইসলাম প্রমুখ।

দুপুর ২টার দিকে আইন বিভাগের শিক্ষার্থী শামিমুল ইসলামের পরিচালনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ