ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

প্রশ্নফাঁসের তথ্য থাকলে দিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, মে ৩১, ২০১৪
প্রশ্নফাঁসের তথ্য থাকলে দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশ্নফাঁস ঠেকানোর দাবিতে যারা সোচ্চার তাদেরকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা প্রশ্নফাঁস ঠেকানোর দাবিতে রাজপথে নেমেছেন তাদের কাছে যদি এ সংক্রান্ত কোনো তথ্য থাকে তাহলে তা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রদান করুন।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) কেন্দ্রে নৃবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সবোর্চ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের ব্যাপারে গঠিত তদন্ত কমিটিকে আরো দশ দিন সময় দেওয়া হয়েছে। রিপোর্ট পাবার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অনেক তদন্ত প্রতিবেদন আলোর মুখ না দেখলেও এ ক্ষেত্রে এমন হবে না বলেও সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ