ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

কুয়েটে তড়িৎ কৌশল বিভাগ টেকনিশিয়ানের বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, জুন ১৭, ২০১৪
কুয়েটে তড়িৎ কৌশল বিভাগ টেকনিশিয়ানের বিদায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল (তওই) বিভাগের টেকনিশিয়ান মো. আবুল কাশেম মোড়লের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে তওই কৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।


 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তওই কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ও তওই কৌশল বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে তওই কৌশল বিভাগের টেকনিক্যাল অফিসার মো. মহিববুল্লাহ চৌধুরী এবং কর্মচারীদের মধ্যে ল্যাব সহকারী মো. জাকির হোসেন বক্তৃতা করেন।

এ সময় বিদায়ী টেকনিশিয়ান মো. আবুল কাশেম মোড়লের হাতে তওই কৌশল বিভাগের পক্ষ থেকে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ