ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

মঙ্গলবার রাবিতে ছাত্র ফেডারেশনের কাউন্সিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, জুন ২৩, ২০১৪
মঙ্গলবার রাবিতে ছাত্র ফেডারেশনের কাউন্সিল

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

সোমবার রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীর সাহা সম্মেলনের উদ্বোধন করবেন।

পরে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সম্মেলন অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার বিকেল ৫টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ