ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নিজের প্রাপ্য সম্মান পেতে ছোটদের সম্মান করো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জুলাই ২, ২০১৪
নিজের প্রাপ্য সম্মান পেতে ছোটদের সম্মান করো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : নিজের প্রাপ্য সম্মান পেতে হলে ছোটদের সম্মান করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. রফিকুল হক।

বুধবার দুপুরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।



বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, সন্তানের সফলতা অনেকাংশেই নির্ভর করে অভিভাবকদের তীক্ষ্ণ নজরদারির ওপর। সেটা সম্ভব শিক্ষক, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।   

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের কাজ আগামি দিনের জন্য ফেলে রাখা যাবে না।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. এম. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার এবং কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. মমিনুল হক।

বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ