ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের ছাত্রদের পুনর্মিলন শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ৮, ২০১৪
কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের ছাত্রদের পুনর্মিলন শুক্রবার ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে(টিএসসি)শুক্রবার বিকেলে কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের ছাত্রদের পুনর্মিলন হবে। এ দিন এখানে ইফতারির আয়োজন করা হয়েছে।



এ স্কুলের ছাত্ররা দেশ ও দেশের বাইরে কর্মমুখর জীবন কাটানোর ফলে স্কুলের আঙিনায় পা রাখতে না পারলেও মাঝে মাঝেই চেষ্টা করেন একসঙ্গে সময় কাটাতে। আর সে লক্ষেই আগামী শুক্রবার কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছে পুনর্মিলনীর।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে ছাত্রদের পক্ষ থেকে মোহাম্মদ হাসান তানভীর জানান, গতবছরের মতো এবারও তারা মিলনমেলার জন্য বেছে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রকে (টিএসসি)।

এদিন বিকেল ৩টা থেকে তাদের মূল অনুষ্ঠান শুরু হবে উল্লেখ করে তিনি জানান, সেইসময়কার ‘স্কুলগোয়িং-বয়দের’ স্মৃতি রোমন্থনের জন্যই এ আয়োজন।

১৮৩৭ সালে প্রতিষ্ঠিত 'কুমিল্লা জিলা স্কুল' শুধুমাত্র কুমিল্লারই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং প্রতিবছর মাধ্যমিকে প্রায় শতভাগ পাশসহ স্কুলটির অবস্থান থাকে দেশের সেরাদের তালিকায়।
   
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ