ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

গোপালগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে দুই শিক্ষককে ছুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, আগস্ট ২৬, ২০১৪
গোপালগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে দুই শিক্ষককে ছুটি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বীণাপানি উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগে দুই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ওই দুই শিক্ষক হলেন, ভৌত বিজ্ঞান বিষয়ের শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ও জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক আজাহারুল ইসলাম।



তাদের মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।

এদিকে, অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার হাসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কাছ থেকে তদন্তের দায়িত্ব পেয়ে মঙ্গলবারই তিনি বীণাপানি উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি সপ্তম শ্রেণির ‘খ’ শাখার ৪০ জন ছাত্রীর জবানবন্দি নেন।

তদন্তের বিষয়ে জানতে ‍চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার বাংলানিউজকে জানান, তিনি তদন্ত শেষ করেছেন। তবে এ বিষয়ে আগেই কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক এমরান হোসেন বলেন, সার্বিক বিষয় নিয়ে ডিজির সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত দুই শিক্ষককে তিন দিনের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।

গত সোমবার জেলা শহরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন নিপীড়নের অভিযোগ এনে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন সপ্তম শ্রেণির এক ছাত্রীর মা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ