ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বেরোবি’তে লোকপ্রশাসন বিভাগের সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, আগস্ট ২৭, ২০১৪
বেরোবি’তে লোকপ্রশাসন বিভাগের সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে লোকপ্রশাসন ও আমলাতন্ত্রের পরিচিতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।



এ সভায় বিভাগীয় প্রধান ড. মোরশেদ হোসেন সভাপতিত্ব করেন।

আর এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মোহাব্বত খান।

এছাড়াও বিশেষ আলোচন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. নুর”ল ইসলাম।

অনুষ্ঠানে বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ